মাদারীপুর: পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে বাস, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের মাসুদ বিশ্বাস (৫৫) ও তার পুত্রবধূ একই গ্রামের ছারু ফকিরের মেয়ে ফিরোজা বেগম (২৮)।
এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতানে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ফরিদপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে জোরে ধাক্কা দেয়। এসময় পেছনে থাকা একটি বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগমের মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাম বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআই/এসআরএস