বেনাপোল (যশোর): বেনাপোল থেকে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক খান মনির হোসেন মনিকে (৫৬) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনি বাগেরহাট সদর থানা এলাকার মসলেম আলী খানের ছেলে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আহমেদ মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাবেন-এমন গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সন্ধ্যা ৬টার দিকে মনি ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় দুটি মামলা রয়েছে। মনিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ তাদের কার্যক্রম শেষ করে মনিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে তার নিজ এলাকার থানায় হস্তান্তর করা হবে।
এসআরএস