ঢাকা: দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৬২০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১ হাজার ৪৯ জন।
শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৯ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৭১ জন অন্যান্য অপরাধে জড়িত ছিলেন।
অভিযানে বিদেশি ওয়ান শুটার গান, শটগানের কার্তুজ, পিস্তলের গুলি, ছুরি ও দেশীয় তৈরি পাইপগানসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এমএমআই/এসআরএস