ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বাগেরহাটে অসহায় ভ্যানচালকের পরিবারের পাশে তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, সেপ্টেম্বর ৯, ২০২৫
বাগেরহাটে অসহায় ভ্যানচালকের পরিবারের পাশে তারেক রহমান

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে অসহায় ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। মঙ্গলবার দুপুরে (০৯ সেপ্টেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার ভট্টখামার এলাকায় ওই অসুস্থ ভ্যান চালকের বাড়িতে আসেন।

প্রতিনিধি দলটি অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন। তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।

এসময়, বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোড়া, সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিমসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

‘আমরা বিএনপি পরিবার‘-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিমা বেগম (৫২) দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত এবং তার ছেলে আব্দুল্লাহ শেখ জন্ম থেকেই প্রতিবন্ধী। টাকার অভাবে তাদের চিকিৎসা হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন। আমরা তাদের চাহিদা অনুযায়ী ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেছি। ভবিষ্যতে এই পরিবারের চিকিৎসা ব্যয় বহন করার আশ্বাস দেন এই নেতা।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।