ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে বিএসএফের পুশ-ইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, জুলাই ২৫, ২০২৫
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে বিএসএফের পুশ-ইন ২১ রোহিঙ্গাকে বিএসএফের পুশ-ইন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশ-ইনকৃতদের মধ্যে ১১ জন শিশু, পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

 

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১টার দিকে নাকুগাঁও স্থলবন্দর এলাকার ৩ নম্বর সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। এর আগে সন্ধ্যায় তাদের সীমান্তে নিয়ে আসা হয়।

৩৯ বিজিবির ময়মনসিংহ সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুশ-ইন করা হলেন- সাব্বির (৪০), শামসুল আলম (৪৩), রোমানা বেগম (২৪), ত্বোহা (৯), নূর তাজোল (৪), রিয়াজ (৪), আরমান (১), রবি খানম (২৪), হাসিনা বেগম (২২), শাহিনা আক্তার (৩), শুকতারা (৪ মাস), সেতারা বেগম (৩৫), বোরহান (৮), হাতেমা বেগম (৪০), নুরুল আবসার (১৭), জিন্নাত আরা (১৫), নুরুল ইসলাম (১৩), সিরাজ (১১), আজিজুল ওসমান (৯), আয়েশা বিবি (৬) এবং একজন বাকপ্রতিবন্ধী।

সূত্র মতে, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং ২০১৬ সাল পর্যন্ত কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। পরে ২০১৭ সালে দালালের মাধ্যমে ভারতে পাড়ি জমিয়ে বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করছিলেন। সম্প্রতি বিষয়টি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের মেঘালয়ের ডালু সীমান্তে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয় এবং রাত সোয়া ১২টার দিকে সীমান্ত পিলার ১৪১৫ এর মাঝামাঝি ৩ নম্বর গেট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবির হাতিপাগার ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে নাকুগাঁও মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রোহিঙ্গা পুশ-ইনের বিষয়টি শুনেছি। কিন্তু এখনও আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। পুলিশের কাছে হস্তান্তর হবে কিনা, তাও নিশ্চিত নই।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।