ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৫ জনকে ‘পুশইন’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, জুলাই ২৫, ২০২৫
মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৫ জনকে ‘পুশইন’ পুশইন হওয়া ৫ জন

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে আবারও ৫ জন বাংলাদেশিকে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৫ জুলাই) ৫২ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি।

৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল এলাকা দিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১ জন।  

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২ জন এক সপ্তাহ আগে এবং ৩ জন ৩ থেকে ৫ দিন আগে কাজের উদ্দেশে ব্রাহ্মণবাড়ীয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন। তারা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে পুশইন হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। আটকদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি মাহবুব রহমান মোল্লা জানান, ভারত থেকে পুশইন হওয়া ৫ বাংলাদেশিকে সকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ৫ জনের মধ্যে ২ জন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, মৌলভীবাজার সীমান্ত দিয়ে এ পর্যন্ত ৩৫৬ জনকে পুশইনের সময় আটক করেছে বিজিবি।

বিবিবি/জেএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।