নোয়াখালীর সেনবাগে ছয় হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার কাবিলপুর ইউনিয়নের মমিনুল হকের ছেলে মোতালেব (৪০) ও সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব (২৫)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে সেবারহাট বাজারের দরজা গ্যালারি নামক দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় মোতালেব ও রাকিবকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ছয় হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোতালেব ও পলাতক মাদক ব্যবসায়ী বুলেট ফারুক ওরফে মুন্না ফেনী থেকে মাদকের চালান নিয়ে সেবারহাট বাজারে আসে। পরে আরেক মাদককারবারি রাকিবের কাছে হস্তান্তরের সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে আটক করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এসআরএস