নড়াইল: নড়াইলের লোহাগড়ায় স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগমের (২৮) বিরুদ্ধে। পুলিশ রুমাকে আটক করেছে।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত বিল্লাল শেখ গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।
বিল্লাল শেখ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর আগে বিল্লাল শেখের সাথে রুমা বেগমের বিবাহ হয়। ওই দম্পত্তির এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এলাকাবাসী জানিয়েছেন, বিল্লাল শেখ পরকীয়ায় আসক্ত। তিনি প্রায়ই স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রুমা বেগম এ কাণ্ড ঘটিয়েছেন।
বিল্লাল শেখ বলেন, ‘রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার স্ত্রী রুমা বেগম বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করছে। ঠেকাতে গিয়ে আমার হাতও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে’।
তবে পরকীয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ‘কোন কারণ ছাড়াই সে (স্ত্রী) এমন কাজ করেছে। আমি মামলা করবো’।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ