ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, জুলাই ২৭, ২০২৫
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

নীলফামারী: নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে মীর সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ্ রুবেলকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নীলফামারী জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদিত হয়েছে।

  

রোববার (২৭ জুলাই) বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য মিলেছে।  

এতে নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন অ্যাডভোকেট আনিসুল আরেফিন চৌধুরী, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ আফজালুল হক, মো. রইসুল আলম চৌধুরী ও মো. আবু-সাদেক চৌধুরী (লুলু)।  

এছাড়া নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়করা হচ্ছেন সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ্ রুবেল ও সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন), মো, সৈয়দ আলী, মো. মোজাম্মেল হক, মো, আনিসুর রহমান কোকো, মো. আনিছুর রহমান (আনু), অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, অ্যাড. আবু মো. সোয়েম, ইউনুছ আলী শাহ, আকবর আলী, শেফাউল জাহাঙ্গীর আলম, মো. রেদোয়ানুল হক (বাবু), এস কে মালেক, অ্যাড. কাজী আকতারুজ্জামান (জুয়েল), মুক্তার হোসেন, প্রবির গুহ রিন্টু, আহমেদ আলী (বড় বাবু), গোলাম মোস্তফা রঞ্জু, অধ্যাপিকা (অব,) সেতারা বেগম, তাসনিম ফৌজিয়া ওপেল, মোছা. রাকু ইসলাম, সীমা পারভীন, আখতারুজ্জামান সুমন, মো. গোলাম রাব্বানী, মো. মোজাফফর আলী, আহমেদ সাঈদ চৌধুরী (ডিডু), মো. রশিদুল ইসলাম বাঙ্গালী, মো. ময়নুল হক ও হারুন অর-রশিদ (খোকন)।

এর আগে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।  

জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।