ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৭, জুলাই ২৮, ২০২৫
আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম জামালপুরে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম

জামালপুর: আগামীর বাংলাদেশে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি, সব নাগরিকের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।

যেখানে প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ও মর্যাদা পাবে। সাবাই সমান হিসেবে বিবেচিত হবে। আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি। এক সময় সংখ্যালঘু বিভেদের ঊর্ধ্বে গিয়ে সবাই সমান হবো। যে বাংলাদেশে আমাদের আর মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না। সব ধর্মের মানুষ নিরাপত্তার সঙ্গে প্রার্থনা করতে পারবে। আমরা প্রত্যকটি ধর্মীয় এবং জাতীর যে সংস্কৃতি রয়েছে সেটার পক্ষে কথা বলছি।

রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে জামালপুর শহরের দয়াময়ী মন্দির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা জানি, গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে মুক্তিযুদ্ধের যে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা আমরা নিশ্চিত করতে পারিনি। যেহেতু তরুণরা গণঅভ্যুত্থানে নেমেছে এবং একটি নতুন বাংলাদেশ গড়ার আশা করেছে, আমরা চাই, সেই বাংলাদেশ তৈরি করতে। সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর স্মরণে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় যাচ্ছি। প্রতিটি জেলায় গিয়ে সেখানকার মানুষ, সেখানকার নানা ধর্মের এবং জাতিগোষ্ঠীর মানুষের কথা শুনছি। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে যে প্রতিশ্রুতি, যে স্বপ্ন, ইনসাফের বাংলাদেশ, ন্যায়বিচারের বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, সেটির কথা বলছি, যোগ করেন নাহিদ।

শেষে সত্য, ন্যায়বিচারের পক্ষে ও জুলুমের বিপক্ষে থেকে সবার কাছে নতুন দলের জন্য দোয়া চান তরুণ এ নেতা।

এসময় উপস্থিত ছিলেন এসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা সমন্বয়কারী লুৎফর রহমান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।  

এর আগে নেত্রকোনা ও শেরপুর পদযাত্রা-পথসভা শেষে জামালপুরে এসে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে জেলা শহরের হযরত শাহজামালের (র.) মাজার জিয়ারত করেন এনসিপি নেতারা।

সোমবার সকাল ৯টায় সার্কিট হাউজে জামালপুরের শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সকাল ১১টায় পদযাত্রা শেষে ফৌজদারি মোড়ে পথসভা করার কথা রয়েছে এনসিপির।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।