ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, জুলাই ২৮, ২০২৫
গাজীপুরে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত মোসা. নুরী বেগম

গাজীপুর মহানগরের কোনাবাড়ী কলেজগেট এলাকায় গাড়িচাপায় মোসা. নুরী বেগম (৪১) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।  

রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নুরী কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ভেদাইটারী এলাকার আশরাফুল আলমের স্ত্রী।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরে কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় বাসা ভাড়া থাকতেন নুরী। সেখানে থেকে তিনি কোনাবাড়ী কলেজগেট এলাকায় ওরিয়েন্ট এলিউর লিনজেরী লিমিটেড পোশাক কারখানায় জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন। রাতে কারখানা থেকে তিনি বাসায় ফিরছিলেন। এক পর্যায়ে কলেজগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়িচাপায় ঘটনাস্থলেই নুরীর মৃত্যু হয়। পরে লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা হয়েছে।  

আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।