মানিকগঞ্জের ভেতর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি কমলেও যমুনা, ধলেশ্বরী, কালিগঙ্গাসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপকরা এমন তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ৮ মিলিমিটার কমে ৭.০৫ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে। এর আগে পদ্মা নদীতে পানি বেড়ে ৭.১৩ সেন্টিমিটারে প্রবাহিত হয়। যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার পানি বেড়ে ৭.০৩ এবং এর আগে ছিল ৭.০০ সেন্টিমিটার।
অপরদিকে ধলেশ্বরী নদীতে ৫ মিলিমিটার পানি বেড়ে ৭.৫৫ সেন্টিমিটার এবং কালিগঙ্গায় ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বেড়ে ৪.৪৭ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন অথরিটি (বিআইডব্লিউটিএ) পদ্মা নদীর স্তর পরিমাপক আরিফ হোসেন বলেন, পদ্মা নদীতে গত দুই দিন ধরে পানি কমতে শুরু করেছে। বর্তমানে পদ্মা নদীতে পানি কমে ৭.০৫ প্রবাহিত হচ্ছে।
ধলেশ্বরী নদীর স্তর পরিমাপক আব্দুল কুদ্দুস ও কালিগঙ্গা নদীর স্তর পরিমাপক রফিকুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদীতে ২৪ ঘণ্টায় ৫ মিলিমিটার এবং কালিগঙ্গা নদীতে ৩ মিলিমিটার পানি বেড়েছে।
যমুনা নদীর পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাণ ফারুক হোসেন বলেন, নদীতে পানি ধীর গতিতে বেড়েছে তবে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ৩ মিলিমিটার পানি বেড়ে ৭.০৩ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানির এই অঞ্চলের জন্য বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৮.৫৪ সেন্টিমিটার। তবে যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে জেলার ভেতর দিয়ে প্রবাহিত অভ্যন্তরীণ নদ-নদীর পানি কিছুটা বাড়ছে।
আরএ