রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর জেলা ও উত্তরবঙ্গের প্রতি দীর্ঘদিনের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বাজেট বৈষম্য নিরসন এবং আঞ্চলিক কমিশন গঠনের দাবিতে সোমবার (২৮ জুলাই) রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা।
বেলা সাড়ে ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা।
বেলা ১২টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ন মোড় অবরোধ করা হয়।
এসময় বিক্ষোভকারীদের মুখে ছিল বিভিন্ন স্লোগান-‘লাশ লাগলে লাশ নে, রংপুরে বাজেট দে’, ‘সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘অবহেলা বঞ্চনা মানি না, মানব না’, ‘বেরোবিতে বৈষম্য মানি না, মানব না’, ‘আবু সাঈদ বলছি, রংপুরে বাজেট দে’।
বক্তারা বলেন, রাজধানীকেন্দ্রিক বাজেট পরিকল্পনার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো সব সময় অবহেলার শিকার হয়ে আসছে। তারা অবিলম্বে এ বৈষম্য দূর করে সমতাভিত্তিক বাজেট বরাদ্দের দাবি জানান।
বিক্ষোভ থেকে বক্তারা সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে বলেন, এ সময়ের মধ্যে দাবি মানা না হলে রংপুর অঞ্চলজুড়ে ব্লকেড ও অসহযোগ আন্দোলন শুরু হবে। ক্লাস-পরীক্ষা বর্জন চলবে।
বাসদ ছাত্রফ্রন্টের নেত্রী রিনু মূর্মু বলেন, সরকার আশ্বাস দিয়েও বৈষম্য দূর করেনি। তাই আমরা রাজপথে নেমেছি।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জহির রায়হান বলেন, দল-মত নির্বিশেষে আজ আমরা একত্র হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে।
শিক্ষার্থী শাহারিয়ার সোহাগ বলেন, আমরা দুই দফা দাবি জানিয়েছি- বাজেট বৈষম্য নিরসনে আঞ্চলিক কমিশন গঠন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আন্দোলনকারী আশিকুর রহমান আশিক জানান, আগামীকাল (২৯ জুলাই) আবু সাঈদ চত্বরে একত্রিত হয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এসআই