ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

সারাদেশ

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, জুলাই ৩০, ২০২৫
সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ বিক্ষোভ মিছিলে শ্যামনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সাতক্ষীরা: সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে তাৎক্ষণিক শ্যামনগর উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল বের করে শ্যামনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আসন পরিবর্তনের ফলে একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধা এবং জনগণের ভোটাধিকার খর্ব হবে বলে অভিযোগ করা হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে।

তাদের দাবি, পূর্বের আসন ফিরিয়ে দেওয়া হোক। অন্যথায় শুধু শ্যামনগরকে নিয়ে একটি আসন ঘোষণা করা হোক।

তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান মনির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জি এম লিয়াকত আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির প্রমুখ।

প্রকাশিত নির্বাচন কমিশনের খসড়া অনুযায়ী, সাতক্ষীরার চারটি আসনের মধ্যে দুইটা আসনের সীমানা পরিবর্তন করা হচ্ছে। এ দুটি হলো সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪। এরমধ্যে সাতক্ষীরা-৩ এর সীমানা নির্ধারণ করা হয়েছে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা নিয়ে এবং সাতক্ষীরা-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে শ্যামনগর ও আশাশুনি উপজেলা।  

বিকেলে নির্বাচনের কমিশনারের খসড়া প্রকাশের পরপর বিক্ষোভে ফেটে পড়ে মানুষ। পরে রাতে এ বিক্ষোভ মিছিল বের করে তারা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, শ্যামনগর দেশের সবচেয়ে বড় উপজেলা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি জনপদ। একইভাবে আশাশুনিও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি উপজেলা। দুটি উপজেলার ভৌগোলিক অবস্থান বা সড়ক যোগােযাগ ব্যবস্থা মোটেও সুবিধাজনক অবস্থানে নেই। উপজেলা দুটির মানুষও কখন এমন আসন বিন্যাসের কথা চিন্তা করেনি।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।