ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

সারাদেশ

নাশকতার পরিকল্পনায় দেশে ফেরেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২১, আগস্ট ২, ২০২৫
নাশকতার পরিকল্পনায় দেশে ফেরেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাফি মিনহাদুল হাসান রাফি

কুমিল্লা: কলকাতা থেকে ফিরে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মিনহাদুল হাসান রাফি।  

শুক্রবার (১ আগস্ট) ফেনীর মহিপাল থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)

গ্রেপ্তার হওয়া মিনহাদুল হাসান রাফি কলকাতা থেকে গোপনে কুমিল্লায় আসেন।

 খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।  

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার চারটি মামলা রয়েছে। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, আগস্ট মাসে নাশকতার পরিকল্পনা ছিল রাফির। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।