ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

সারাদেশ

গাইবান্ধায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, আগস্ট ২, ২০২৫
গাইবান্ধায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার আসামি সাইদুর রহমান

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশুকে (৫) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি সাইদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (১ আগস্ট) রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেপ্তারকৃত আসামি সাইদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (ছাতিনামারী) গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৮ জুলাই সন্ধ্যার দিকে আসামি সাইদুল ইসলাম এক শিশুকে উত্তর শ্রীপুর গ্রামের নইমুদ্দিনের বসতবাড়ির দক্ষিণ পাশে মুখ চেপে ধরে কৌশলে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে।  

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এই আসামি আত্মগোপনে ছিলেন।  

শুক্রবার (১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১ ঢাকা, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের সদস্যরা।  

যৌথ আভিযানিক দল ঢাকার ভাটারা থানাধীন কে-ব্লক রোডের সেভেন স্টার সুপার শপের পেছন থেকে আসামি সাইদুল রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।