ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

সারাদেশ

‘আর সময় নয়, দ্রুত নির্বাচন দিন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, আগস্ট ৩, ২০২৫
‘আর সময় নয়, দ্রুত নির্বাচন দিন’ বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।  

জাতীয় নির্বাচন তিন মাসেই শেষ হতে পারে, সেখানে এক বছর সময় নেওয়ার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।  

তিনি বলেন, “দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন, না হলে বিএনপি আর বসে থাকবে না।

রোববার (৩ আগস্ট) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
 
তিনি বলেন, “২০০৮ সালে মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি। ২০১৪-তে ছিল ভোটারবিহীন নির্বাচন, ২০১৮-তে আগের রাতে ভোট হয়েছে। ২০২৪-এও দেখা গেল ‘আমি আর ডেমির’ নির্বাচন। এবার জনগণ একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ”
 
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের অবস্থা তুলে ধরে তিনি বলেন, “বিনা অপরাধে খালেদা জিয়াকে বছরের পর বছর বন্দি রাখা হয়েছে, তারেক রহমান হেঁটে জেলে গেলেও এখন ট্রেচারে করে চলাফেরা করেন। এই সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। ”
 
ডা. জাহিদ বলেন, “স্বৈরাচারের দোসররা এখনো প্রশাসনে ঘাপটি মেরে আছে। নির্বাচন নিরপেক্ষ করতে হলে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ আচরণ করতে হবে-কাজ দিয়ে তা প্রমাণ করতে হবে। ”
 
এদিকে দলীয় কোন্দলে বিভক্ত নবীগঞ্জ বিএনপিতে কাউন্সিলকে ঘিরে দীর্ঘদিন ধরেই পাল্টাপাল্টি মিটিং, লবিং ও গ্রুপিং চলছিল। তবে চমক দেখিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান চৌধুরী শেফু। তিনি নেপথ্য থেকে নেতৃত্ব দিয়ে নিজ বলয়ের পাঁচ প্রার্থীকে বিজয়ী করেন।
 
এই কাউন্সিলে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার নেতৃত্বাধীন গ্রুপের ভরাডুবি হয়। দিনভর ভোট নিয়ে উৎসবের আমেজ থাকলেও কাউন্সিলের ফলাফল ঘোষণার পর নবীগঞ্জ বিএনপিতে আলোচনার ঝড় ওঠে।
 
গোপন ভোটে অনুষ্ঠিত নির্বাচনে নবীগঞ্জ উপজেলা বিএনপির নতুন নেতৃত্বে নির্বাচিত হয়েছেন সভাপতি, শামীম আহমদ, সিনিয়র সহসভাপতি দুলাল আহমদ, সাধারণ সম্পাদক আমির আলী, যুগ্ম সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান। সব মিলিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ পদেই বিজয়ী হন বহিষ্কৃত শেফু বলয়ের প্রার্থীরা।
 
কাউন্সিলে উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপির কমিটির কাউন্সিলর ও আহ্বায়ক কমিটির সদস্যরা ভোট দেন। মোট ৯২৩ ভোটারের মধ্যে ৮০৩ জন ভোট দেন।  ফলাফল ঘোষণার সময় শেখ সুজাত মিয়া মোবাইল রিসিভ করেননি বা প্রতিক্রিয়া জানাননি।
 
অন্যদিকে বহিষ্কৃত নেতা শেফু বলেন, “নেতাকর্মীদের ভালোবাসার প্রমাণ এই ফলাফল। আমি কারও বলয়ে নই, সবাই দলের পরীক্ষিত নেতা। ”

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।