ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

সারাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই: ওয়াহাব আকন্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, আগস্ট ৫, ২০২৫
গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই: ওয়াহাব আকন্দ সমাবেশ

ময়মনসিংহ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে গত বছরের এদিনে এ দেশ থেকে ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এতে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, মানুষ ফিরে পেয়েছে নতুন স্বাধীনতা।

কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করতে দেশ ও বিদেশ থেকে এখনও ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে মহানগর ও কোতোয়ালি বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে ময়মনসিংহ-৪ (সদর) আসনের পক্ষে ছাত্রজনতার বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

ওয়াহাব আকন্দ বলেন, মতপার্থক্যের কারণে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কোনো লাভ হবে না। জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ দেশ থেকে ফ্যাসিস্টসহ সব অপশক্তিকে সমূলে উৎপাটন করতে হবে। তবেই জুলাই গণঅভ্যুত্থানের পূর্ণ বিজয় অর্জিত হবে।

বিজয় মিছিলে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ শিব্বির আহম্মেদ ভুলু, কায়কোবাদ মামুন, সদস্য সৈয়দ শরীফ, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর আহম্মেদ রবিন, বর্তমান সভাপতি গোবিন্দ রায়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এর আগে বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের এই মিছিলটি নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।