নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ভোর রাতে উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার জগদীশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই নারী ও শিশু।
এরা হলেন- ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা (৫৫), ভাবি লাবনী (৩০), ভাতিজী রেশমী ( ৮) ও লামিয়া ( ৯), ফয়জুন্নেসা, স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম এবং বৃদ্ধ নানী (৮০)। নিহতরা লক্ষীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লী গ্রামের বাসিন্দা।
তথ্যগুলো নিশ্চিত করেন কুমিল্লা জোনের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন তার পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন।
ভোরে মাইক্রোবাসটি নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরে প্রধান সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিমসহ সাতজন নিহত হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও জানান, ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটে। লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
আরএইচ