মেহেরপুরে গাংনী-ধানখোলা সড়কে গণছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন পাঁচজন এবং অপর একটি ছিনতাই মামলায় যৌথবাহিনীর অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে এবং গাংনী থানা পুলিশের একাধিক টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- গাংনীর মাঠপাড়ার কামরুজ্জামান শিহাব, সাকিব হোসেন, মুরছালিন, সদর উপজেলার শ্যামপুর গ্রামের মিকাইল হোসেন এবং জাহিদ হোসেন।
অপরদিকে, গাংনীর তেরাইল গ্রাম থেকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হন রুবেল হোসেন, ফিরোজ হোসেন এবং সোহাগ হোসেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেপ্তাররা সবাই গাংনী-ধানখোলা সড়কের গণছিনতাই এবং পৃথক আরেকটি ছিনতাই মামলার সন্দেহভাজন আসামি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে গাংনী ধানখোলা রাস্তায় গণছিনতাইয়ের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ