ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

সারাদেশ

আওয়ামী লীগের মতো অপকর্ম কাউকে করতে দেওয়া হবে না: অমিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, আগস্ট ৬, ২০২৫
আওয়ামী লীগের মতো অপকর্ম কাউকে করতে দেওয়া হবে না: অমিত যশোর টাউন হল ময়দানের বিশাল সমাবেশে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত

যশোর: বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে, তা আর কাউকে করতে দেওয়া হবে না।  

তিনি বলেন, বাংলাদেশ একক কোনো সংগঠনের দেশ নয়।

এ দেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার (০৬ আগস্ট) বিকেলে যশোরের টাউন হল ময়দানে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালিপূর্ব এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির কোনো নেতা অপকর্মে জড়িত থাকলে, তার স্থান বিএনপিতে হবে না। যারা ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এতদিন ধরে যারা রাজপথে আন্দোলন করেছেন, মামলা-হামলা সহ্য করেছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়-এখনই সময় দায়িত্ব পালনের।

তিনি বলেন, আগামী বছরের ফেব্রæয়ারির প্রথমার্ধে যেভাবে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এসেছে, তাতে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।  

আরো বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান এবং জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।

সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র‌্যালি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা, চৌরাস্তা হয়ে মণিহার এলাকায় যেয়ে শেষ হয়। র‌্যালিতে বিপুল নেতাকর্মীসহ সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। র‌্যালিটি ছিল বর্ণাঢ্য।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।