ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ভূমি অফিসের কার্যালয় চত্বরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান নিয়ে এসিল্যান্ডের সঙ্গে এনসিপির নেতাদের বাদানুবাদ ও উত্তেজনার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এসময় তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিনের প্রত্যাহার ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বুধবার (৬ আগস্ট) দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গণ অভ্যুত্থান দিবসে শহীদদের স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। মাহফিলের ভ্যানু হিসেবে আশুগঞ্জ উপজেলা ভূমি অফিসের পাশে শহীদ মীর মুগ্ধ চত্বরে অনুমোদন চাওয়া হলে উপজেলা প্রশাসন অনুমতি দেন। কিন্তু ৫ আগস্ট পূর্বঘোষিত কর্মসূচি পালনের জন্য এনসিপির নেতারা চত্বরে কাজ করতে গেলে এসিল্যান্ড বাধা দেন। এবং অনুষ্ঠান বন্ধ করার জন্য বলেন। এ সময় এসিল্যান্ড বলেন, বঙ্গবন্ধুর চত্বরে জুলাইয়ের কোনো অনুষ্ঠান করা যাবে না। ৫ আগস্টের এই চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের সময় আপনারা কোথায় ছিলেন? এরপরে তিনি এনসিপি নেতাদের গ্রেপ্তারের হুমকি দিয়ে তিনি সেখান থেকে চলে আসেন। পরবর্তীতে সেই স্থানে দোয়া মাহফিল করার আর কোনো বাধা না থাকায় সাংবিধানিক অধিকার অনুযায়ী সেই স্থানেই দোয়া মাহফিল সম্পন্ন করি।
লিখিত বক্তব্যে তিনি আর বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে নিয়মিত শেখ পরিবারের জন্মোৎসবসহ রাজনৈতিক অনুষ্ঠান হত। শহীদদের স্মরণে অনুষ্ঠানে বাধা দিয়ে এসিল্যান্ড ক্ষান্ত হননি সঙ্গে ফ্যাসিবাদের আইকন মুজিবের ম্যুরাল ভেঙে ফেলায় মর্মাহত হয়েছেন। তিনি মুজিববাদের একজন কট্টর সমর্থক হিসেবে প্রমাণ করেছেন। পরে আমরা জানতে পারি এসিল্যান্ড এনসিপি নেতাদের নামে আশুগঞ্জ থানায় কিছু মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি সাধারণ ডায়েরি করেন। এতে এনসিপির বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
লিখিত বক্তব্যে তিনি এসিল্যান্ডকে মুজিববাদী আখ্যায়িত করে অনতিবিলম্বে এই কর্মকর্তার প্রত্যাহার ও তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদী, দক্ষিণাঞ্চল এর মুখ্য যুগ্ম আহ্বায়ক মো. আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী আমিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মব সৃষ্টির মাধ্যমে ভূমি অফিস ভাঙচুর ও এসিল্যান্ডকে বদলি করে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন এনসিপির নেতাদের নামে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরে বিকেলে অনুমতি ছাড়াই ভূমি অফিস চত্বরে জুলাই স্মৃতিচারণ এবং শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান করছেন এনিসিপির নেতারা।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, মঙ্গলবার সকালে ভূমি অফিসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিয়েছে এনিসিপির নেতারা। সরকারি জায়গায় অনুমতি ছাড়া অনুষ্ঠানে বাধা দিলে এনসিপির নেতা আমিনুল ইসলাম ডালিম উল্টো আমাকে হুমকি দিয়েছেন। আমার সঙ্গে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। সরকারি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানের বিষয়ে তারা কোনো অনুমতি নেয়নি। ইউএনও স্যারও তাদের অনুষ্ঠানের বিষয়ে অবগত নন। তারা অনুষ্ঠান করবেই বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। হুমকি দেওয়ায় এবং সরকারি বাধা না মানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশে আমি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।
আরএ