ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

সারাদেশ

মহেশখালীতে ১০৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, আগস্ট ৭, ২০২৫
মহেশখালীতে ১০৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে যৌথ অভিযানে প্রায় ১০৫ কোটি টাকা মূল্যের বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। জব্দকৃত কারেন্ট জালের পরিমাণ প্রায় ১ কোটি ৫০ লাখ মিটার।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং মহেশখালী থানা পুলিশের যৌথ অভিযানে কুতুবজুম ইউনিয়নের তাজিয়াকাটা সংলগ্ন একটি বাড়িতে এই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দ করা জালগুলো পরে মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়, বলেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম।

তিনি আরও জানান, এই ধরনের অবৈধ জালের মাধ্যমে বঙ্গোপসাগরে মাছের প্রজনন পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

স্থানীয়রা জানান, নিষিদ্ধ এসব কারেন্ট জাল সাগরের জীববৈচিত্র্য ও মৎস্যবংশ ধ্বংসের প্রধান কারণ। ফলে বঙ্গোপসাগর হয়ে উঠছে মাছশূন্য। তারা এসব জাল ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কোস্টগার্ড সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত জালের বাজারমূল্য ১০৫ কোটি টাকা ছাড়ালেও এর পরিবেশগত ক্ষতি এর চেয়ে বহু গুণ বেশি। অভিযান ও জব্দ কার্যক্রম শেষে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনারও আশ্বাস দেওয়া হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।