সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে আটক ১৪ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে আসামি শাহপরান থানায় মামলাটি দায়ের করেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী তানভীর আহমদ।
জানা গেছে, সিলেট নগরের বালুচর নয়াবাজার এলাকার ‘কিং ফুটসাল স্পোর্টস সেন্টার’ মাঠটি সিকৃবির একদল শিক্ষার্থী এক ঘণ্টার জন্য ভাড়া নিয়ে খেলা শুরু করেন। নির্ধারিত সময় শেষ হলেও তারা অতিরিক্ত আধা ঘণ্টা খেলা চালিয়ে গেলে, পরবর্তী সময়ের জন্য বুকিং দেওয়া খেলোয়াড়রা আপত্তি জানান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
সংঘর্ষে অন্তত ৮ জন আহত হন, যাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার শিকার শিক্ষার্থী অভির অভিযোগ, হামলাকারীরা ছাত্রলীগের নামে পরিচিত এবং হামলার সময় 'জয় বাংলা' স্লোগান দিচ্ছিলেন। আহত শিক্ষার্থী রাকিব, রুবেল ও মাহি জানান, হামলার নেতৃত্ব দেন ছাত্রলীগের সাবেক কর্মী বুলেট মামুন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন হামলাকারীকে শিক্ষার্থীরা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
এনইউ/এমইউএম