মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মমিন উদ্দিন খাঁ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে পাঁচ্চর সংলগ্ন বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন মমিন খাঁ। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসটি দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ওই বৃদ্ধ মহাসড়কের মাঝে চলে আসেন। তাকে বাঁচানোর চেষ্টা করলে বাসটি মহাসড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। তবে বাসের যাত্রীদের তেমন ক্ষতি হয়নি, সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মহাসড়ক পার হতে গিয়ে তিনি দুর্ঘটনায় নিহত হন।
এনডি