ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

সারাদেশ

তেঁতুলিয়ায় বাড়ির পাশে মিলল যুবকের লাশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, আগস্ট ১০, ২০২৫
তেঁতুলিয়ায় বাড়ির পাশে মিলল যুবকের লাশ  ঘটনাস্থলে জনতার ভিড়

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে বাড়ির পাশ থেকে রাজিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) সকালে ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে নিজ বাড়ির ২০০ থেকে ৩০০ গজ দূর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা তার মৃত্যুকে রহস্যজনক বলছেন।  

জানা গেছে, রাজিউল ইসলাম ওই গ্রামের নাজমুল হকের ছেলে।

পুলিশ জানায়, রাজিউল রাতে ভজনপুর বাজারে যান। এরপর সেখান থেকে নদীতে মাছ মারতে যান। পরে আর রাতে বাড়ি ফেরেননি তিনি। সকালে স্থানীয়রা বাড়ির কাছে তার লাশ দেখে বাড়িতে ও পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বাংলানিউজকে বলেন, রাতে বাড়ি ফেরার পথে পড়ে গিয়ে মারা যান রাজিউল। লাশে কোনো আঘাতের চিহ্ন বা কোনো আলামত পাওয়া যায়নি। পরিবার বলছে, তার বুকে ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে, বুকের ব্যথা থেকেই তার মৃত্যু হয়েছে। এরপরও ময়নাতদন্ত করা হচ্ছে, রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।  

এদিকে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।