ব্রাহ্মণবাড়িয়া: “এক কর্পোরেশন, এক স্কেল” বাস্তবায়ন ও কারখানায় গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এএফসিসিএল) শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছেন।
রোববার (১০ আগস্ট) সকাল ৯টায় এ কর্মসূচি পালিত হয়।
এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।
এসময় সিবিএ সাধারণ সম্পাদক আবু কাউসার বলেন, দুটি বিষয় নিয়ে এখানে জড়ো হয়েছি। বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি রয়েছে। এছাড়া আরও সার কারখানা রয়েছে। এসব কারখানায় টেকনিশিয়ান ও অপারেটরদের আলাদা একটি স্কেলে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। আমাদের একটাই দাবি, আমরা বেতন কমিশনে আসতে চাই। আশুগঞ্জ সার কারখানা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এ কারখানার গ্যাস সংযোগ বন্ধ রেখে বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি করেছে। এখন সার কারখানাটি ধ্বংসের পথে। এ কারখানাটির সঙ্গে মিসরে দুটি সার কারখানা তৈরি করা হয়েছিল। তারা ১৬০০ মেট্রিকটন থেকে উৎপাদন বাড়িয়ে ২২০০ মেট্রিকটনে নিয়ে গেছে। অথচ শুধু গ্যাস সংযোগের অভাবে আমাদের কারখানা বন্ধ রয়েছে। দ্রুত কারখানায় গ্যাস সংযোগ চালু করে সার উৎপাদন শুরু করার দাবি জানাই। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবো আমরা।
পরে বিক্ষোভকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সার কারখানা চত্বর ঘুরে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারক লিপি দেন।
এসআই