নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মাসুম বিল্লাহকে (২২) ‘পরিকল্পিতভাব হত্যা করা হয়েছে’ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় নড়াইল কোর্ট চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাকড়াইল গ্রামবাসীর আয়োজন ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
বক্তারা মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তব্য রাখেন শালনগর ইউপি সদস্য ছানোয়ার মোল্যা, আলমগীর হোসেন এবং শুভাষিস বিল্লাহ।
গত ১ আগস্ট মধুমতি সেতু এলাকা থেকে আহত মাসুম বিল্লাহকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন এক ইজিবাইক চালক। পরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান মারা যায় মাসুম।
মাসুমের পরিবারের দাবি, প্রেমের ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকার বাড়ির লোকেরা তাকে খুন করছে। পরে মরদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা নেয়নি।
লোহাগড়া থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুর্ঘটনাজনিত মৃত্যু উল্লেখ করা হয়েছে। সে কারণে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলা বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ