ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

ফেনী সীমান্ত থেকে সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, আগস্ট ১১, ২০২৫
ফেনী সীমান্ত থেকে সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেছে বিএসএফ ফাইল ফটো

ফেনী: ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ২১৭৪ নং সীমান্ত পিলার সংলগ্ন নম্বর পিলার সংলগ্ন বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়।

স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে। তিনি গ্রাম থেকে তরকারি কিনে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন।


এসএইচডি/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ