মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সদস্য ও শিবচর টেকনিক্যাল কলেজের দশম শ্রেণির ছাত্র নীরব মৃধার ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যরা।
রোববার (১০ আগস্ট) রাতে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের কাজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার রাতে শিবচর বাজার থেকে ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা হয় নীরব। এ সময় কাজীকান্দি এলাকায় পৌঁছালে ভ্যানের গতিরোধ করে তার ওপর লাঠি ও অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সিয়াম তালুকদারসহ প্রায় ২০ থেকে ২৫ জন। এতে নীরব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নীরব মৃধা বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা কমিটির সাবেক সদস্য হওয়ার কারণেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা আমার ওপর অতর্কিত হামলা করে। ওরা আমাকে পূর্বে থেকেই টার্গেট করেছিলেন। হামলাকারীরা লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে ওত পেতে ছিল। প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল আমাকে লক্ষ্য করে হামলা চালায়। আমি এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার দ্রুত বিচার চাই। ’
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরআইএস