কমলগঞ্জে সংবাদপত্র হকারদের মাঝে ছাতা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ, কমলগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ব্যস্ততম শমসের নগর বাজারে হকারদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
স্থানীয় রহিম ম্যানসনে ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ও পরিবেশকর্মী নুরুল মোহাইমিন মিল্টন, সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস রেদোয়ান।
ছাতা পেয়ে দীর্ঘদিন ধরে পাঠকের কাছে সংবাদপত্র বিলির কাজে নিয়োজিত হকার কায়কোবাদ (৩৮) বলেন, প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সরকারি দপ্তর ও সাধারণ মানুষের বাড়ি বাড়ি তাদের পছন্দের কাগজ পৌঁছে দেই।
এই কাজে যা আয় হয় তা দিয়ে অনেক প্রয়োজনীয় জিনিসই কেনা সম্ভব হয় না। বসুন্ধরা শুভসংঘের ছাতা উপহার পেয়ে অনেক উপকার হলো।
আরএ