মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া-ধলার মাঠে বজ্রপাতে জহুরুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের ভিটাপাড়ার হাসমত আলীর ছেলে এবং স্থানীয় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি চলাকালীন জহুরুল তেঁতুলবাড়ীয়া-ধলার মাঠে নিজেদের পাটক্ষেতে কাজ করছিল জহুরুল। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত সে গুরুতর আহত হয়। এ সময় মাঠে থাকা অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের সহপাঠীরা জানান, পড়াশোনার পাশাপাশি জহুরুল কৃষিকাজে পরিবারের সহায়তা করত। তার মৃত্যুতে স্কুল ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে বলেন, জহুরুলের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
এসআরএস