ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

সারাদেশ

‘চীনের দুঃখ হোয়াংহো, এনসিপির দুঃখ নাসীরুউদ্দীন পাটওয়ারী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, আগস্ট ১৩, ২০২৫
‘চীনের দুঃখ হোয়াংহো, এনসিপির দুঃখ নাসীরুউদ্দীন পাটওয়ারী’ এনডিএম মহাসচিব মোমিনুল আমিন গাড়িবহর নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীর নতুন বাজার পৌঁছালে সেখানে দলীয় নেতারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না মর্মে’ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, আমরা একটি প্রবাদ বাক্য জানি—চীনের দুঃখ হোয়াংহো নদী। আর এনসিপির দুঃখ হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

মোমিনুল আমিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কখন কী বলেন, ...আমাদের অনেক ছোট তিনি। তাকে আমি একটি সুন্দর পরামর্শ দিতে চাই, ঢাকায় অনেক ভালো মানসিক হাসপাতাল আছে, জাতীয় মানসিক ইনস্টিটিউট আছে, সেখানে যদি তিনি দয়া করে যান, আমার মনে হয় তাহলে আগামীতে তিনি রাজনীতিতে ভালো করতে পারবেন। কারণ আমরা তরুণ নেতৃত্বকে সামনে চাই।

এনডিএম মহাসচিব বলেন, নির্বাচনকে বানচাল করার বা প্রতিহত করার কোনো শক্তি আমরা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। আমরা যারা জাতীয়তাবাদী শক্তি রয়েছি, আমরা বিশ্বাস করি, আমরা যদি সজাগ থাকি তাহলে কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।

বিএনপির সঙ্গে এনডিএম যুগপৎ আন্দোলনে আছে জানিয়ে মোমিনুল আমিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, একসঙ্গে নির্বাচন ও জাতীয় সরকার গঠন করার। সেই হিসেবে আমরা আশাবাদী, এখানে হয়তো আমরা জোটগতভাবে নির্বাচন করতে পারবো।  

এসময় তিনি পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ সংসদীয় আসনের উন্নয়নে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন গাড়িবহর নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীর নতুন বাজার পৌঁছালে সেখানে দলীয় নেতারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এসময় এনডিএমের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।