নমিতা রানী পালের (৪২) স্বামী নেই। তিন মেয়ের মধ্যে দুজনের বিয়ে হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এ তথ্য জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আজিজুল হক জানান, প্রয়াত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালের তিন মেয়ে ছিল। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তন্বী এখনও অবিবাহিত।
সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নমিতা রানী, যিনি স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করতেন। তবে গত দুই মাস ধরে অসুস্থ থাকায় কাজে যেতে পারছিলেন না। এতে পরিবারের আয় বন্ধ হয়ে যায়। সংসারের খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে ওঠে। এছাড়া বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তারা মানসিক চাপে ছিলেন।
বুধবার সকালে মা ও মেয়ে দুজনেই বিষপান করেন। প্রতিবেশীরা তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরএ