ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

সারাদেশ

হাসিনার ফ্যাসিবাদ থেকে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, আগস্ট ১৬, ২০২৫
হাসিনার ফ্যাসিবাদ থেকে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি: এ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর: শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি আরও বলেন, ২৪ এর গণঅভ্যুথানে শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ও হত্যা করা হয়েছে।

শিশুরাও রক্ষা পায়নি।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শোভাযাত্রা শেষে শহরের শ্যাম সুন্দর জিউ আখড়ায় অনুষ্ঠিত সুধী সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ্যানি বলেন, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, ত্রিপুরা সবাই বাংলাদেশি। আর পশ্চিম বঙ্গে যারা আমাদের মতো বাংলায় কথা বলে তারা বাঙালি।

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুথানের পর হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যাবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে রেখেছে বিএনপি-জামায়তের নেতাকর্মীরা।

জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়তের সেক্রেটারি এ আর হাফিজ উল্ল্যাহ, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মণ্ডল, ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রক্ষ্মচারী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক জুটন কুরী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ভানু নাগ ও মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতীতি প্রমা।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।