গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জালাল উদ্দিন (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
নিহত জালাল শ্রীপুর পৌরসভার শান্তিবাগ এলাকার বাসিন্দা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ জামান জানান, শ্রীপুর থানার মোড়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন জালাল উদ্দিন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জালাল উদ্দিন পুলিশ সদস্য ছিলেন। তিনি ২০১৮ সালের অবসরে যায়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আরএস/এএটি