ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

কুষ্টিয়ায় কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, আগস্ট ১৮, ২০২৫
কুষ্টিয়ায় কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর এলাকার পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হৃদয় আলী কুমারখালী উপজেলার এলঙ্গিপাড়ার ইউনুস আলীর ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমরিুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যে হৃদয় আলী নামের এক কিশোরের গলাকাটা মরদহে উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিয়ে ওই কিশোরকে গলাকেটে হত্যা করা করা হয়েছে।  

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।