ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্তের সাগর পাড়ি দিয়েছে: নার্গিস বেগম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, আগস্ট ১৯, ২০২৫
বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্তের সাগর পাড়ি দিয়েছে: নার্গিস বেগম

যশোর: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি রক্তের সাগর পাড়ি দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করেছে। কোনভাবেই এই অভিযাত্রা নস্যাৎ হতে দেওয়া যাবে না।

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) যশোরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

নার্গিস বেগম বলেন, বিভিন্ন মহল থেকে গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করতে উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু, বিএনপি কোনো ষড়যন্ত্রকে ডালপালা মেলতে দেবে না।  

যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সকালে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৬০টি অস্বচ্ছল পরিবারকে এক বস্তা করে চাল প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।  

অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। আমাদের রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত। সেই ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। এই লড়াইয়ে দলের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, রক্তের সাগর পাড়ি দিয়েছি শুধু জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে।

তিনি আরও বলেন, বিএনপি চায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হোক। জনগণ যাদের নির্বাচিত করবে, তারাই দেশ পরিচালনা করবে। বিএনপি সংখ্যা গরিষ্ঠতা পাক বা না পাক, আমরা দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ