ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, আগস্ট ২৩, ২০২৫
তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি: সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি, এবার ফাঁদ দেখবে।

 

শনিবার (২৩ আগস্ট) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হল রুমে এ সভা হয়।

সিইসি বলেন, যারা ব্যালট বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্নভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ, ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত থেকে থাকলে আপনারা দয়া করে সরে আসুন। আমরা কঠোর অবস্থানে থাকব।  

‘তারা ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেনি। তারা এবার ফাঁদ দেখবে। কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে’, হুঁশিয়ারি দেন সিইসি।

দেশের ক্রান্তিলগ্নে তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছেন জানিয়ে নাসির উদ্দিন বলেন, এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশ কোন দিকে এগোবে। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সিইসি।

নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা আলোচনা প্রসঙ্গে সিইসি বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর তর্ক-বিতর্ক চলছে, আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে।  

সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি জানিয়ে সিইসি বলেন, আমাকে চাপ দিলে আমি পদত্যাগ করব।  

আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে, বিচার চলাকালে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

এনডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।