ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ফতুল্লায় ট্রাকচালক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, আগস্ট ২৩, ২০২৫
ফতুল্লায় ট্রাকচালক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ফতুল্লায় সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাক শ্রমিকরা।

ঢাকার তেজগাঁওয়ে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষের পর প্রাইভেটকার চালকের মারধরে এক ট্রাক চালকের মৃত্যুর ঘটনায় তারা এ অবরোধ করেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ১টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত পোস্তগোলা-মুক্তারপুর সড়কের ফতুল্লা আলীগঞ্জ খেলার মাঠ সংলগ্ন অংশে ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় শ্রমিকরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ট্রাকচালক হত্যার বিচার দাবি করেন। এর ফলে ওই রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ঢাকায় ট্রাক শ্রমিক হত্যার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। ঘটনাটি আমাদের এখানে ঘটেনি। তাহলে আমাদের এলাকার মানুষ কেন কষ্ট পাবে। আমরা শ্রমিকদের বিষয়টি বুঝিয়ে বলার পর তারা অবরোধটি তুলে নেয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাতে ঢাকার তেজগাঁও এলাকায় একটি ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্রাইভেটকারের মালিক ক্ষিপ্ত হয়ে ট্রাকচালক শাহ আলমকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই শাহ আলম মারা যান। এ হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে ট্রাক শ্রমিকরা ফতুল্লার আলীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।