রাঙামাটি শহরে সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম জনি (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জনি জেলার তবলছড়ি এলাকার ব্যবসায়ী জহির সওদাগরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মোটরসাইকেল নিয়ে বের হয়ে বনরূপা থেকে তবলছড়ি যাচ্ছিলেন জনি। পথে ওভারটেক করার সময় ট্রাক-অটোরিকশার চাপে পড়ে গুরুতর আহত হন। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত জনিকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআরএস