ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, আগস্ট ২৬, ২০২৫
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই অটোরিকশাচালকের লাশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
 
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশাচালক মো. রফিকুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।

নিহতের মেয়ে মৌসুমীর বরাত দিয়ে তার সহপাঠী পাকিজা আক্তার জানান, গত দুই/তিন মাস আগে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কিনেন রফিকুল ইসলাম। সোমবার বাড়িতে দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে যান তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা একাধিকবার তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে বন্ধ পায়।

পরের দিন মঙ্গলবার বেলা ১১টার দিকে সুবর্ণচর উপজেলার নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে। তার গলায় দড়ির দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ফেলে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশের গলায় কালো দাগসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।  

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।