রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে বলে জানিয়েছে কমিশন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাকসু কোষাধক্ষ্যের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
তিনি বলেন, আজ নির্বাচন কমিশনের জরুরি সভায় তিনটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করা হবে। দ্বিতীয়ত ভোটার তালিকা ছবিসহ প্রস্তুত করা হবে। তৃতীয়ত মনোয়নপত্র বিতরণের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, আমাদের সভা এখনো চলছে। আগামীকাল নতুন তারিখ জানানো হবে। তবে নির্বাচনের তারিখ কিছুটা পেছাবে।
নির্বাচনের তারিখ পেছানোর কারণ ব্যাখ্যা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রার্থীদের ডোপ টেস্টের মতো বিষয়গুলো তফসিলকে কিছুটা ব্যাহত করেছে। ডোপ টেস্টের কাজও এক-দুই দিনে সম্ভব নয়।
এর আগে গত ২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও সময় বাড়ানোয় এখন ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ফরম তুলতে পারবেন।
আরআইএস