ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে নারীসহ সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক দুই পুরুষ বাংলাদেশি হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে শান্ত সরকার (২১) ও মাদারীপুর জেলার পুকুরিয়া গ্রামের সুবল হালদার (৬৮)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, মহেশপুর ৫৮ বিজিবির অধীন শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে এক নারীকে আটক করেন। এছাড়া একই সময়ে বাঘাডাঙ্গা বিওপির পৃথক অভিযানে হুদাপাড়া গ্রাম থেকে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটক সাতজন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক পাঁচ নারীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া আটক দুই পুরুষকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দিয়ে শান্ত ও সুবলকে আদালতে পাঠানো হবে।
এসআই