ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

পঞ্চগড়ে ডোবায় পড়েছিল যুবকের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, আগস্ট ২৮, ২০২৫
পঞ্চগড়ে ডোবায় পড়েছিল যুবকের লাশ

পঞ্চগড়ের বোদা উপজেলায় ডোবার পানি থেকে সোয়েল ইসলাম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় বাড়ির পাশের বাঁশঝাড় সংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।  

জানা গেছে, নিহত সোয়েল ইসলাম ওই এলাকার সাবিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোয়েলের বড় ভাই সুলতান আলী (৩৬) ও স্থানীয় সাইদার রহমানকে (৪৩) পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সোয়েলের গলায় শ্বাসরোধে হত্যার চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোবাইল ফোনে কল দিয়ে সোয়েলকে তার বড় ভাই সুলতান বাড়ির পাশের বেগুন ক্ষেতে ডেকে নেন। পরে আর বাড়ি ফেরেনি সোয়েল। বৃহস্পতিবার সকালে ডোবায় স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  

এদিকে কয়েকদিন আগে বাড়ির পাশের জমির আইল কাটা ও মাছ ধরা নিয়ে চাচা এনামুল হক (সোয়েলের বাবার মামাতো ভাই) কবিরাজের সঙ্গে পারিবারিক কলহ ও মারামারি হয়। তবে জমি নিয়ে মারামারির আগের একটি মামলায় সোয়েলের নামে ওয়ারেন্ট ছিল বলে জানা গেছে। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে সোয়েল আত্মগোপনে থাকতেন বলে জানা গেছে।  

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার চাচার সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।