কারাগার থেকে নির্বাচিত সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল সামনে রেখে সভাপতি পদ ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আরও ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ হাজার ৩১৩ জনের ভোটারের ভোটে তারা নির্বাচিত হবেন।
সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম ও আকদ্দস হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও অ্যাডভোকেট এনামুল হক সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জহিরুল হক শরীফ, শাহ সালাউদ্দিন আহমেদ ও আক্তার সফিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরএ