ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে মিললো হত্যার পর মাটিচাপা দেওয়া নারীর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, আগস্ট ২৯, ২০২৫
গাজীপুরে মিললো হত্যার পর মাটিচাপা দেওয়া নারীর লাশ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া এলাকায় এক নারীকে গলা কেটে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পুলিশ ওই নারী লাশ উদ্ধার করেছে।

নিহত কমলা বেগম (৬০) গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া এলাকার মো. কদম আলীর স্ত্রী।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বাড়ির আশপাশে তাল কুড়াতে যান কমলা বেগম। দুপুরে কদম আলী বাড়ি ফিরে তার স্ত্রী কমলা বেগমকে দেখতে না পেয়ে বাড়ির লোকজনকে জিজ্ঞেস করে। এ সময় কেউ তার সন্ধান দিতে পারেনি। পরে পরিবারে লোকজন ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে জঙ্গলের ভেতর প্রতিবেশীরা মাটি খোঁড়া দেখতে পায়। পরে তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে সেখানে মাটি খুঁড়ে। এ সময় মাটিচাপা অবস্থায় কমলা বেগমের গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কে বা কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা জানা যায়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মাটি চাপা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।