ময়মনসিংহ: দীর্ঘ ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ সচল হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল ইসলাম বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে আসেন।
রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড় থেকে শিক্ষার্থীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা আটকে রেখে তারা ট্রেনটি ছেড়ে দেয়। পরে দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহসগঞ্জগামী কমিউটার ট্রেনও আটকে দেয় তারা।
সূত্র জানায়, বাকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়ন এবং ডিপ্লোমাধারীদের ‘অযৌক্তিক’ দাবির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ডিসি মুফিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে আসে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং কোনো ডিপ্লোমাধারী তাদের নামের পাশে কৃষিবিদ লিখতে পারবে না।
কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জিহাদ হাসান সফল বলেন, কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে আমরা রেলপথ অবরোধ করেছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
একই অনুষদের শিক্ষার্থী মুহতাসিম মুনীর বলেন, ডিএই, বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি:
১. ডিএই, বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি’র কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।
৩. কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের সাথে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে জেলা প্রশাসক আশ্বাস দেওয়ায় তারা সরে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
এ বিষয়ে ডিসি মুফিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দল আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সঙ্গে বসবেন। সমাধানের আশ্বাসে তারা রেললাইন থেকে সরে এসেছে। পরবর্তী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন।
** চাঁদাবাজির অভিযোগে ঢাকা-পাবনা মহাসড়ক ৪ ঘণ্টা অবরোধ
এসআরএস