নাটোরে বেসরকারি জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. এ এইচ এম আমিরুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদরাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালে তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি জেলার জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি, ড্যাব, বিএমএ জেলা সভাপতি এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ছিলেন।
নাটোরের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটা একটি হত্যাকাণ্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে অধিক তদন্ত করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান পুলিশ সুপার।
আরএ