ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, সেপ্টেম্বর ৩, ২০২৫
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ: পানিতে ডুবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে সীমান্ত দাস নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সীমান্ত ওই গ্রামের মধু দাসের ছেলে।

স্থানীয়রা জানান, সীমান্ত বল নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে বল পাশের ডোবার মধ্যে পড়ে যায়। সে বল আনতে গিয়ে ডোবায় পড়ে।  

পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় ভাসতে দেখে উদ্ধার করেন। তাকে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।